চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কাঠগড়ায় ছাত্রলীগ

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্ব প্রশ্নবিদ্ধ, প্রশ্নকর্তা স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের সাম্প্রতিক কর্মকাণ্ডের নানা অভিযোগে গত শনিবার ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই শীর্ষ নেতার গণভবনের পাস বাতিলের খবরের পর শুরু হয়ে গেছে বহিষ্কারের আশঙ্কা থেকে আগাম সম্মেলনের গুঞ্জনও।

১৯৪৮ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি বাংলাদেশ ছাত্রলীগ এরআগেও নানা প্রশ্ন ও বির্তকের মুখোমুখি হলেও আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে প্রশ্নবিদ্ধ হওয়ার ঘটনা বিরল। এবারের ছাত্রলীগের কমিটি গঠনে আওয়ামী লীগ সভাপতির সরাসরি অবদানের কথা যেমন সবারই জানা, তেমনি এই কমিটির উপরে নেত্রীর আকাঙ্ক্ষার কথাও প্রচলিত ছিল রাজনীতি অঙ্গণে। কিন্তু বিভিন্ন কারণে এই কমিটির শীর্ষ নেতৃত্ব সেই প্রত্যাশা ও সম্মানের জায়গা ধরে রাখতে পারেনি বলে অনেকের অভিযোগ।

ছাত্র রাজনীতির সঙ্গে চাঁদাবাজিসহ নানা অনৈতিক বিষয় জড়িয়ে যাবার ঘটনা নতুন না হলেও সাম্প্রতিক বছরগুলোতে ছাত্রলীগের কমিটি গঠনে অবৈধ লেনদেন, শীর্ষ নেতৃত্বের অনৈতিক আচরণসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে নগ্ন হস্তক্ষেপের বিষয়গুলো নতুন করে ভাবার অবকাশ তৈরি করেছে। বর্তমান ছাত্রলীগ নেতৃত্বের প্রত্যক্ষ পরোক্ষ নানা কর্মকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রী চুপ থাকেননি, তিনি অভিভাবক হিসেবে শীর্ষ নেতৃত্বকে দাঁড় করিয়েছেন জবাবদিহিতার জায়গায়। বিষয়টি খুবই ইতিবাচক বলে আমাদের মনে হয়েছে।

দেশের আন্দোলন, সংগ্রাম ও রাজনীতিতে ছাত্রদের ভূমিকার রয়েছে উজ্জ্বল ইতিহাস। মহান মুক্তিযুদ্ধের অনেক আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগও জড়িয়ে রয়েছে সেইসব ইতিহাসের নানা শাখা-প্রশাখায়। কিন্তু নানা কারণে তারা সেই ঐতিহ্য ধরে রাখতে পারছে না বলে ঘটনা প্রবাহে মনে হচ্ছে। এসবের জন্য ছাত্রনেতাদের শুধু দায়ী করলে চলবে না, বরং তাদের তথাকথিত গডফাদার বা ব্যবহারকারীদেরও নিয়ে আসা উচিত সামনে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ছাত্র রাজনীতি যেকোনো দেশের মূলধারার রাজনীতির ভবিষ্যত বলে ধরা হয়ে থাকে, কাজেই ছাত্র রাজনীতিকে কলুষমুক্ত রাখা একান্ত প্রয়োজন বলে আমরা মনে করি। আমাদের আশাবাদ, দেশের রাজনীতির সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে দায়িত্বশীল সবাই এ বিষয়ে তৎপর হয়ে কার্যকর ব্যবস্থা নেবেন।