চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কলেজ পর্যায়ে ‘লোক প্রশাসন’ বিষয় অন্তভুক্তির দাবি

সরকারি কলেজগুলোতে ‘লোক প্রশাসন’ বিষয়কে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করে এ দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা আরও কয়েকটি দাবি জানান। দাবিগুলো হল- ৪১তম বিসিএস থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদেরকে শিক্ষা ক্যাডারে নিয়োগের ব্যবস্থা করা, দক্ষ প্রশাসন গড়ে তোলার জন্য লোক প্রশাসন বিষয়কে কলেজ পর্যায়ে চালু ছড়িয়ে দেয়া, লোক প্রশাসনের জন্য বিশেষ চাকরির ক্ষেত্র তৈরি করা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগগুলোর সমমান কষ্ট করেও বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারে আমরা আবেদনের সুযোগ পাই না। আমরা আমাদের বিভাগকে কলেজ পর্যায়েও দেখতে চাই। এসময় একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

বিভাগের সহকারী অধ্যাপক স্বপ্নীল রহমান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন। এসময় বিভাগের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টার দিকে রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করে শিক্ষার্থীরা। র‌্যালি শেষে তারা মানববন্ধন করেন।