চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কর ফাঁকির সংস্কৃতি বন্ধে ব্যবসায়ীদের অঙ্গীকার

সমস্যা জিইয়ে রেখে নয়, বরং হয়রানি, ঘুষ, পণ্যের মিস ডিক্লারেশনের মতো ইস্যুগুলো দূর করে এনবিআরের সঙ্গে নতুন অংশীদারিত্ব গড়তে চান ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডে রাজস্ব পর্যালোচনা বৈঠকে কর ফাঁকির সংস্কৃতি পরিবর্তনের অঙ্গীকার করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আর ব্যবসায়ী-বান্ধব পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ডের নিয়মিত মাসিক সভায় সাধারণত সারা দেশের আয়কর, মূসক এবং শুল্ক বিভাগের কমিশনার পর্যায়ের কর্মকর্তারা রাজস্ব আয় লক্ষ্যমাত্রা, অর্জন এবং ঘাটতি নিয়ে খোলামেলা মত বিনিময় করেন। বদলে যাওয়া এনবিআর’র কার্যক্রমে সবচেয়ে বড় অংশী ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। তাদের আস্থা এনবিআর এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমবারের মতো এবারের সভায় বেসরকারি খাত থেকে অতিথি বক্তা হিসেবে অংশ নেন এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

আব্দুল মাতলুব আহমাদ জানান, অনেক ব্যবসায়ীই ব্যবসা নিয়ে মিথ্যা তথ্য দেন। কারণ তারা আগেও এভাবে মিথ্যা তথ্য দিয়ে পার পেয়ে গেছেন। ফেডারেশন থেকে এসব ‘ব্ল্যাক শিপ’দের বের করে দেওয়ার কথা বলেন তিনি। কাজটা কঠিন হলেও কোনো একদিক থেকে শুরু করতে হবে বলে তিনি মনে করেন।

করদাতাদের আস্থায় নিয়ে তাদের সম্মান নিশ্চিত করে রাজস্ব আয় বৃদ্ধির ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এবার এফবিসিসিআই’র সঙ্গে বসা হয়েছে; ভবিষ্যতে পাবলিক সেক্টরের অন্যন্য প্রতিষ্ঠানকে নিয়ে কসার পরিকল্পনা এনবিআর’র রয়েছে বলে জানান তিনি।

রাজস্ব পর্যালোচনা সভার শুরুতেই কর বিষয়ে দুটি মোবাইল অ্যাপস দেখেন রাজস্ব কর্মকর্তারা। চালু হলে সেবাগ্রহীতারা সহজে কর এবং মূসক বিষয়ে তথ্য পাবেন।