চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কর্মস্থলে নিহত ৩ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের সম্মাননা

দায়িত্ব পালনের সময় গত বছর নিহত হওয়া শান্তিরক্ষা মিশনের তিন বাংলাদেশি সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিহত ১১৭ শান্তিরক্ষীকে পদক দিয়ে তাদের আত্মত্যাগের স্বীকৃতি জানানো হয়।

পুরস্কার পাওয়া ওই ১১৭ শান্তিরক্ষীর সঙ্গে এই তিন বাংলাদেশি রয়েছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন নিহতদের হয়ে তাদের দেয়া তিনটি পদক গ্রহণ করেন।

জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. আবুল বাশার মালিতে দায়িত্বরত অবস্থায় গত বছরের অক্টোবরে নিহত হন। এর আগে একই বছরের মে মাসে বাংলাদেশ পুলিশের দুই কনস্টেবল মোতাহের হোসেন এবং মো. সামিদুল ইসলাম ওই মিশনেই মারা যান।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস জাতিসংঘ সদরদপ্তরে অবস্থিত পিসকিপিং মেমোরিয়াল সাইট-এ ফুল দিয়ে দায়িত্ব পালনের সময় প্রাণ হারানো শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় তিনি বলেন, ‘আমরা আজ যাদের সম্মান জানাচ্ছি তারা বিশ্বের সবচেয়ে বিপদগ্রস্ত মানুষদের রক্ষা করতে গিয়ে এবং সংঘাত থেকে শান্তির পথে জটিল রূপান্তরে চেষ্টা করা দেশগুলোকে সহায়তা করার সময় মারা গেছেন।’

এরপর উপস্থিত সবাই বৈশ্বিক শান্তির উদ্দেশ্যে জীবন দেয়া এই শান্তিরক্ষা মিশনের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।