চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা: ৪ এপ্রিল পর্যন্ত জুয়েলারি দোকান বন্ধ

করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সকল জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

বৃহস্পতিবার সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেয়া ভাষণে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে নিরাপদে গৃহে অবস্থানের নির্দেশনা দিয়েছেন।

এজন্য ৪ এপ্রিল পর্যন্ত সকল জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।’

এসময় বাংলাদেশের সকল জুয়েলারি ব্যবসায়ীকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সেই সঙ্গে সমাজের সকল বিত্তবানদেরকে নৈতিক দায়িত্ব হিসেবে করোনা মোকাবেলায় সাহায্যেরর হাত বাড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশে জুয়েলার্স সমিতির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।