চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা: স্বাস্থ্য সেবা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ এবং এ বিভাগের সব দপ্তর, অধিদপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকারের ছুটি বাতিল ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

অন্যদিকে দেশের যেসব এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হবে সেসব এলাকা লকডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্যমন্ত্রী।

এসময় তিনি বলেন: বিশ্বের যেসব দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশেষ করে চীন, ওই দেশগুলোতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে লকডাউনের মাধ্যমে। আমাদের দেশেও যে সমস্ত এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হবে ওই সব এলাকা লকডাউন করা হবে।

জাহিদ মালেক বলেন: মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুরে করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে।প্রয়োজনে ওই এলাকা লকডাউন করা হবে। কোয়ারেন্টাইন বা চিকিৎসার কাজে সেনাবাহিনীকে ইজতেমা মাঠ প্রস্তুত করার জন্য দেয়া হয়েছে।