চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা: সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসে ৬২ জন আক্রান্ত হওয়ার পর পরিস্থিতি মোকাবেলায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া থেকে সৌদি আরবে প্রবেশ ও সৌদি হতে সেসব দেশে গমনে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। নিষেধাজ্ঞার এ তালিকায় এখনও বাংলাদেশের নাম নেই।

সৌদিতে করোনায় আক্রান্ত ৬২ জনের মধ্যে ২২ জন মিশরীয়, একজন মার্কিন ও অন্যরা সৌদি নাগরিক বলে জানা গেছে।

অন্যদিকে সৌদি সরকারের গৃহীত পদক্ষেপে স্বস্তি জানিয়েছে সৌদি প্রবাসী বাংলাদেশিরা। করোনা ভাইরাসে সৌদি প্রবাসী কোনো বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি নিশ্চিত করেছে।

চীনের উহানে শুরু হলেও ইতোমধ্যে বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাদ যায়নি সৌদি আরবও। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে স্থানীয় ও বহির্বিশ্ব থেকে ওমরা পালনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে সৌদি সরকার।

এরপর সৌদিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট।

সৌদি আরবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কাতিফ প্রদেশে। আক্রান্তদের বেশিরভাগই স্থানীয় সৌদি নাগরিক হলেও তারা ইরান, বাহরাইনসহ বিভিন্ন দেশ থেকে সফর করে এসেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত এসব রোগীদের সৌদি সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে উন্নত চিকিৎসা। এরমধ্যে একজন রোগী সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে করোনার কারণে এরইমধ্যে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটির ট্রাভেল ট্যুরিজম এবং ওমরার সাথে সংশ্লিষ্ট মক্কা, মদিনার হোটেল ব্যবসা।