চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা সার্টিফিকেট থেকে মোদির ছবি সরানোর মামলা খারিজ

বাদীকে ১ লাখ রুপি জরিমানা

কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি অপসারণ চেয়ে করা পিটিশন খারিজ করে ১ লাখ রুপি জরিমানা প্রদানের রায় দেয়া হয়েছে।

এ ধরণের পিটিশনকে মূর্খতাপূর্ণ, রাজনৈতিক মদদপুষ্ট ও জন আগ্রহের বিষয় বলে অবহিত করেছে কেরালার উচ্চ আদালত।

সংবাদ সংস্থা পিটিআই’র সূত্রে জানা যায়, বিচার প্রক্রিয়ায় বিচারপতি পিভি কুন্নিকৃঞ্চ বলেন, কেউ প্রধানমন্ত্রীকে কংগ্রেস কিংবা বিজেপির কিংবা কোন দলের প্রধানমন্ত্রী বলতে পারেন না। সংবিধান অনুযায়ী যখন কেউ এ পদের জন্য নির্বাচিত হোন, তখন তিনি দেশের প্রত্যেকেরই প্রধানমন্ত্রী বলে বিবেচিত হোন। নরেন্দ্র মোদির কথা উল্লোখ করে বলেন, তিনি আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের গর্ব।

বিচারক আরও বলেন, সরকারী নীতি এবং রাজনৈতিক মানদণ্ডে তারা ভিন্ন হতে পারেন। কিন্তু এর নাগরিকদের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত সার্টিফিকেট নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই।

বিচারে পিটিশনকারীকে আগামী ৬ সপ্তাহের মধ্যে কেরালার লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে এক লক্ষ রুপি জরিমানা জমা করতে বলা হয়েছে। আদালতের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে জরিমানা প্রদানে ব্যর্থ হলে পিটিশনকারী যেন তার সম্পদ বিক্রি করে উল্লেখ্য অর্থ প্রদান করে।