চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনা সন্দেহে মরদেহসহ এক মা’কে গাড়ি থেকে নামিয়ে দিল বাসচালক

জয়পুরহাটে একটি বাস থেকে করোনায় মৃত সন্দেহে এক ব্যক্তির মরদেহসহ তার মা’কে নামিয়ে দিয়েছেন এক বাস চালক। গণপরিবহন বন্ধ থাকলেও বাসটি ঢাকা থেকে ছেড়ে জয়পুরহাট আসছিল।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ভোরে জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমি নামক স্থানে বাস থেকে ওই মরদেহ নামিয়ে দেওয়া হয়। মৃত ব্যক্তি হলেন- মিজানুর রহমান (৫০)। সে নওগাঁ জেলার ধামুরইরহাট উপজেলার জাহানপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে।

ওই খবর পেয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় জানান, মৃত ব্যক্তির স্ত্রী ঢাকায় শ্রমিকের কাজ করেন, তিনি তার স্ত্রীর সাথে দেখা করে বাড়ি ফিরছিলেন। সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে তার মা সোহাগী বেগম তাকে নিয়ে গ্রামের বাড়ি আসার সময় রাস্তায় তার মৃত্যু হয়। এ সময় বাসের অন্য যাত্রীরা করোনা সন্দেহে মা’সহ তাদের বাস থেকে নামিয়ে দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, করোনা কোন অভিশাপ নয়। এমন অমানবিক আচরণ থেকে মানুষ বিরত থেকে সহমর্মী হয়ে উঠা উচিত।