চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা শনাক্তের কিট পেল আইইডিসিআর

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্তে সেদেশ থেকে আসা ৫০০ কিট হাতে পেয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, চীনে রোগীর সংখ্যা বৃদ্ধির পরিস্থিতি দেখে বাংলাদেশেও করোনা ছড়িয়ে পড়বে এ আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

আশকোনা হজ ক্যাম্প থেকে বাসায় ফেরা ৩১২ জন সুস্থ আছেন বলেও জানান তিনি।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, তাদের সাথে যোগাযোগ রাখছে আইইডিসিআর। সিঙ্গাপুরে আশঙ্কাজনক একজনসহ করোনা আক্রান্ত ৫ বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত রয়েছে।

এখন পর্যন্ত চীনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১১৮ জনে। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজারেরও বেশি।