চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা মহামারীতে শিশুদের জন্য থানবার্গের অনুদান

সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ ড্যানিশ ফাউন্ডেশন থেকে পাওয়া পুরস্কারের এক লাখ মার্কিন ডলারের পুরোটাই এই মহামারীর সময়ে ইউনিসেফের ফান্ডে দান করেছেন।

থানবার্গ বলেন, জলবায়ু সংকটের মতোই করোনাভাইরাস মহামারীও শিশু অধিকারের একটি সংকট।

এই মহামারী সব শিশুর উপর প্রভাব ফেলবে। এখন এবং দীর্ঘ সময় ব্যাপি, তবে অরক্ষিত দলগুলোর উপর এর প্রভাব আরো তীব্র হবে। আমি শিশুদের জীবনরক্ষা, তাদের স্বাস্থ্য নিরপত্তা এবং শিক্ষা নিশ্চিত করার জন্য সবাইকে পদক্ষেপ নেওয়ার এবং ইউনিসেফের সমর্থনে আমার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাবো।

ড্যানিশ দারিদ্রবিরোধী সংস্থা হিউম্যান অ্যাক্ট তাকে এই পুরস্কার দেয়। তারাও তার অনুদানের সঙ্গে একাত্ম হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার দাবিতে ২০১৮ সালে প্রতি শুক্রবার সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেওয়া শুরু করেন স্কুলছাত্রী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। ২০১৯ সালে টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন গ্রেটা।