চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা ভ্যাকসিন তৈরির প্রযুক্তি উন্মুক্ত করতে প্রধানমন্ত্রীর আহ্বান

উন্নত দেশগুলোকে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রযুক্তি উন্মুক্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের মানসম্পন্ন ভ্যাকসিনগুলো সঠিক সময়ে, স্বল্পমূল্যে প্রতিটি মানুষের জন্য নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, সুযোগ পেলে বাংলাদেশের করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে।

করোনা মহামারি ও পরবর্তী সময়ের কর্মকৌশল নির্ধারণে জাতিসংঘের সাধারণ পরিষদের ৩১তম বিশেষ অধিবেশন। জাতিসংঘের সদর দপ্তরে মূল আয়োজন সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা অনলাইনে যোগ দেন।

স্বাগত বক্তব্যে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেন, বৈশ্বিক মহামারি ঠেকাতে বিশ্বের এক হয়ে কাজ করার বিকল্প নেই।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে যোগ দিয়ে করোনাভাইরাসের কারণে বৈশ্বিক বিপর্যয়গুলো তুলে ধরেন।  বৈশ্বিক মহামারি ঠেকাতে তিনটি সুর্নিদিষ্ট প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে করোনা মহামারির দ্বিতীয় ধাক্কা সামলাতে সরকারের নেয়া পদক্ষেপগুলো বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।