চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনা ভাইরাস: সতর্কতায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চীনা নাগরিক

করোনা ভাইরাস নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত প্রায় আড়াই হাজার চীনা নাগরিকসহ আরও ৬ হাজার বাঙালি শ্রমিককে পরামর্শ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার সকালে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) এ কর্মরত চীনা এবং বাংলাদেশি কর্মকর্তা ও প্রকৌশলীদের উপস্থিতিতে এক সচেতনতামূলক সভায় সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, কলাপাড়ার স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা করোনা ভাইরাসের উপসর্গ, লক্ষণসমুহ এবং করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।

এ সময় বিসিপিসিএল এর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র অভ্যন্তরের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সচেতন থাকার নির্দেশনা ছাড়াও ঐ প্ল্যান্টে কর্মরত যেসব চীনা নাগরিক চীনে গেছেন তারা যেন এ মুহূর্তে বাংলাদেশে ফিরে না আসেন এবং কেউ যেন এখন চীনে না যায় এমন সতর্কবার্তা দেয়া হয়।

এছাড়া চীনা নাগরিকদের যত্রতত্র চলাফেরা করতে নিষেধ করেছে স্বাস্থ্য বিভাগ।