চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনা শনাক্তে তহবিল দিচ্ছে বিল গেটস ফাউন্ডেশন

বিশ্বব্যাপী ব্যাপক আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস দ্রুত শনাক্ত করতে পারে এমন যন্ত্র বিতরণে তহবিল দিয়ে সাহায্য করবে বিল গেটস ফাউন্ডেশন। এই যন্ত্রের মাধ্যমে মাত্র দুই দিনেই করোনা ভাইরাস শনাক্ত করা সম্ভব হবে।

আগামী সপ্তাহ থেকেই এই যন্ত্র সিয়াটল অঞ্চলে বিতরণ করা হবে। এই এলাকায় করোনাতে আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন।

এই পরীক্ষা যন্ত্র মূলত সম্ভাব্য আক্রান্তদের নাক ছিদ্র করে নমুনা সংগ্রহ করবে। তারপর সেই নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হবে।

যারা করোনাতে আক্রান্ত হয়ে গেছে তাদের ভ্রমণ সংক্রান্ত তথ্য অনলাইনে দেয়ার কথা বলা হয়েছে।

এর আগে ৬ ফেব্রুয়ারি করোনা ভাইরাস প্রতিরোধে ১০ কোটি মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়ে চিঠি পাঠিয়েছিল এ সংস্থাটি। যা নভেল করোনা ভাইরাস শনাক্ত করা, বিস্তার ঠেকানো, চিকিৎসা, ঝুঁকিপূর্ণ নাগরিকদের সহায়তা এবং এর ওষুধ উদ্ভাবন ও চিকিৎসার উন্নয়নে ওই অর্থ ব্যয় করা হবে।

বিল গেটস রোগ পর্যবেক্ষণ এবং আরও উন্নত প্রযুক্তির গবেষণায় অনুদান বাড়াতে ধনী দেশগুলোর প্রতি অনুরোধ করেন। এসব অনুদান ও সাহায্য ওষুধ এবং টিকা তৈরির প্রক্রিয়াকেও ত্বরান্বিত করবে।