চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা ভাইরাসে ইউরোপে প্রথম একজনের মৃত্যু

মরণঘাতি করোনা ভাইরাসে এবার ইউরোপে একজনের মৃত্যু হয়েছে। এশিয়ার বাইরে ইউরোপে এই প্রথম করোরা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেল। ফ্রান্সে ঘুরতে এসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক চীনা পর্যটকের মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১ হাজারেরও বেশি মানুষ। আর এই মহামারী শুরু হয়েছে কেন্দ্রিয় চীন থেকে। তারপর ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রীর দেয়া তথ্যমতে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ওই পর্যটক একজন ৮০ বছরের নারী। চীনে হুবেই প্রদেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করে। আর ওই নারী হুবেই প্রদেশ থেকে গত ১৬ জানুয়ারি ফ্রান্সে ঘুরতে আসেন।

এরপর তাকে অসুস্থ অবস্থায় ২৫ জানুয়ারি কোয়ারেন্টাইনে রাখা হয়। চীন, হংকং, ফিলিপাইন এবং জাপানের বাইরে এখন পর্যন্ত মাত্র তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫শ’ অধিক লোকের মৃত্যু হয়েছে।এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন।