চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনা থেকে সতর্ক থাকি, দূরত্ব রেখে ধান কাটি

সারা বাংলাদেশে আজ করোনায় আক্রান্ত। ঠিক এ সময়ে হাওড় অঞ্চলসহ বিভিন্ন জেলাগুলোতে ধান কাটা শুরু হয়ে গেছে। ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক না পাওয়ার কারণে অনেক জেলাতে কৃষক ধান কাটতে পারছেন না। বিভিন্ন সেচ্ছাসবক সংগঠন এবং শিক্ষার্থীরা এগিয়ে এসে কৃষককে সাহায্য করতে পারেন। বিশেষ এ সময়ে কিছু নিয়মনীতি মেনে ধান কাটতে হবে। যেমন- ধান কাটার সময় অবশ্যই তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘাম মুছতে অন্যের গামছা বা রুমাল ব্যবহার না করা। বার বার নাকে মুখে ও চোখে হাত দিবেন না। হাঁচি-কাশি পেলে গামছা বা কনুই দিয়ে মুখ ঢেকে নেবেন।