চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনা ঠেকাতে রবার্ট ডি নিরোর ‘নজরদারি’

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের মানুষ নিজেদের ঘরে বন্দি করে রেখেছে। জরুরি প্রয়োজন ছাড়া যেন কেউ বাইরে না যায় সেজন্য অনুরোধ করছেন হলিউড তারকারা। মানুষকে ঘরে থাকার অনুরোধ করে ভিডিও বার্তা দিয়েছেন মার্কিন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক রবার্ট ডি নিরো।

ভিডিও বার্তায় রবার্ট ডি নিরো বলেন, আমাদের সবার ঘরে থাকা প্রয়োজন। এই ভাইরাসকে থামাতে আমরা সম্মিলিতভাবে এটাই করতে পারি। শুধু নিজেকে বাঁচাতে নয়, অন্যদের এবং আপনার কাছের বয়স্ক মানুষের বাঁচাতে, যাদের আপনি ভালোবাসেন।

ভিডিওর একদম শেষে রবার্ট ডি নিরো তার সিনেমা ‘মিট দ্য প্যারেন্টস’ এর গোয়েন্দা চরিত্র জ্যাক বাইরনেসের জনপ্রিয়/ সংলাপ ‘আই অ্যাম ওয়াচিং ইউ’ বলেন।।

রবার্ট ডি নিরোর এই ভিডিও বার্তাটি শেয়ার করেছেন নিউ ইয়র্ক গভর্নর ক্যাপশনে লিখেছেন, ‘রবার্ট ডি নিরো আপনাকে নজরে রেখেছেন। ঘরে থাকুন, জীবন বাঁচান।’

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭৩৪। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫৩ জন। ইটি অনলাইন