চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা: গোপালগঞ্জে ১১ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

আসাদুজ্জামান বাবুল: সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত, ইটালি ও চীন থেকে গোপালগঞ্জে আসা ১১ জন প্রবাসীকে করোনা ভাইরাসের ঝুঁকি বিবেচনায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রোববার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন: গোপালগঞ্জের ৪টি উপজেলায় বাড়ী এমন ১১ জন ব্যক্তি কয়েকদিন আগে সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত, ইটালি ও চীন থেকে গোপালগঞ্জে এসেছেন। বিদেশ থেকে আসা ১১ জনের মধ্যে ৩ জনের বাড়ী টুঙ্গিপাড়ায়, ২ জনের বাড়ী মুকসুদপুরে, ৩ জনের বাড়ী কাশিয়ানীতে ও ৩ জনের বাড়ী কোটালীপাড়া উপজেলায়।

সিভিল সার্জন বলেন: বিদেশ থেকে আসা এই ১১ জনকে সব ধরনের পরীক্ষা-নীরিক্ষা করে দেখা গেছে তারা কেউ-ই এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তবুও শনিবার থেকে তারা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। স্বাস্থ্যকর্মীরা নিয়মিত তাদের খোঁজখবর নিচ্ছেন। তারা সবাই আমাদের কঠোর নজরদারীতে আছেন।