চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনায় মৃত্যু কমেছে প্রায় ৩২ শতাংশ

গত সপ্তাহের শেষের দিকে দেশে করোনায় মৃত্যু কমেছে ৩২ শতাংশের কাছাকাছি।

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

তিনি জানান: দক্ষিণপূর্ব এশিয়ার অন্য দেশের থেকে বাংলাদেশ করোনা পরিস্থিতি নিয়ে স্বস্তিদায়ক অবস্থানে আছে। গত এক সপ্তাহে করোনার ১ লাখ ৮২ হাজার ১০৭টি নমুনা পরীক্ষা হয়েছে। পূর্ববর্তী সপ্তাহ থেকে নমুনা পরীক্ষা কমেছে ৭ শতাংশ। শনাক্ত কমেছে ২৬ শতাংশ। মৃত্যু কমেছে ৩২ শতাংশ।

স্বাস্থ্য বুলেটিনে ডা. মো. নাজমুল ইসলাম বলেন: করোনার সংক্রমণ কমায় আত্মতুষ্টির সুযোগ নেই। স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়টি দেখতে হবে। স্কুলের সামনে অভিভাবকদের জটলা/আড্ডা সংক্রমণের নিম্নগতি বাধাগ্রস্ত করবে। তাতে সংক্রমণ বাড়ার আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিভাবকদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর।