চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনায় নতুন আক্রান্ত আরও তিনজন

বাংলাদেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও তিনজন। আক্রান্তদের মধ্যে আছেন একই পরিবারের ২২ বছরের একজন নারী এবং দুই জন পুরুষ। যাদের একজনের বয়স ৬৫ এবং আরেকজনের বয়স ৩৫ বছর।

এ নিয়ে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।

বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘নতুন আক্রান্তরা একই পরিবারের সদস্য এবং ইতালিফেরত। তবে আক্রান্তদের মধ্যে মৃদু সংক্রমণ দেখা গেছে।’

কোয়ারেন্টাইন শর্ত না মানলে আইনিব্যবস্থা নেয়া হবে বলেও জানান ডিজি। বলেন, প্রতিটি জেলা হাসপাতালে চাহিদা অনুযায়ী ডাক্তারদের নিরাপত্তায় দৈনিক ভিত্তিতে পিপি দেয়া হচ্ছে। একসাথে তিন চার মাসের জন্য পিপি দেয়া সম্ভব নয়। তবে কোনো চিকিৎসাকেন্দ্রে পিপির অভাব হবে না।

অতিসত্ত্বর ১ লক্ষ কিট আনা হবে জানিয়ে ডিজি বলেন, এপর্যন্ত ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বরিশাল বিভাগ ছাড়া সব বিভাগে নমুনা পরীক্ষা করার ব্যবস্থা আছে।

৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হন ৩ ব্যক্তি। এরপর গতকালকের আগ পর্যন্ত ১৪ জনের শরীরে এই ভাইরাস পাওয়ার যায়। যাদের মধ্যে একজনের মৃত্যু হয়।