চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা গুজবের পর তানজানিয়ার প্রেসিডেন্টের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন- এমন গুজবের পর তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি হৃদরোগে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। তার বয়স হয়েছিল ৬১ বছর।

হৃদযন্ত্রের সমস্যায় গত বুধবার দেশটির দারুস সালাম শহরের একটি হাসপাতালে মাগুফুলি মৃত্যুবরণ করেছেন বলে জানান ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান।

গত এক দশক ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি।  দুই সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থা সম্পর্কে নানান গুজব শোনা যাচ্ছিল।

বিরোধীদলীয় রাজনীতিবিদরা বলছিলেনন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সেই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

ভাইস প্রেসিডেন্ট সামিয়া হাসান জানান, গত ৬ মার্চ মাগুফুলি জাকায়া কিকওয়েট কার্ডিয়াক ইনস্টিটিউটে ভর্তি হন। তবে সে সময় তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। পরে আবারো অসুস্থ বোধ করলেন ১৪ মার্চ তিনি পুনরায় হাসপাতালে ভর্তি হন।

তার মৃত্যুতে তানিজানিয়ায় ১৪ দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

তানজানিয়ার সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট সামিয়া হাসান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।

গত বছর মাগুফুলির গ্রহণ করা ৫ বছর মেয়াদের বাকিটা সময় দায়িত্ব পালন করবেন তিনি।  গত ২৭ ফেব্রুয়ারি সর্বশেষ মাগুফুলিকে জনসম্মুখে দেখা যায়।