চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনার কারণে পেছালো নিউজিল্যান্ডের নির্বাচন

করোনাভাইরাসের নতুন সংক্রমণের কারণে নিউজিল্যান্ডে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, সেপ্টেম্বরে নির্বাচন করার কথা থাকলেও নির্বাচনের তারিখ পিছিয়ে ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সোমবার দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, ১৭ অক্টোবরের পর আর নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা নেই। নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা ছিল না। তবে করোনার নতুন সংক্রমণের কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজিল্যান্ডের বিরোধী দলও নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছিল।

তিনমাসেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডে স্থানীয়ভাবে নতুন কোনো সংক্রমণের ঘটনা না থাকায় দেশটিতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছিল। কিন্তু চলতি সপ্তাহের শুরুতে একই পরিবারের ৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়।এরপর তা আবার ক্লাস্টার আকারে ছড়িয়েছে।

রোববার পর্যন্ত অকল্যান্ডে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জন। নতুন শনাক্তের পর বুধবার দেশটির সরকার অকল্যান্ডে লকডাউন ঘোষণা করা হয়।

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৩১ জন ও মারা গেছেন ২২ জন।