চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: ২৫ এপ্রিল পর্যন্ত ঢাবির সব অফিস বন্ধ

করোনাভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব অফিস আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে।

ছুটির এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়াও আসন্ন পবিত্র রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে দুপুর ১.১৫টা থেকে ১.৩০টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের একজন শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের। আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮২ জনের। মৃত্যু হয়েছে ৫ জন। দেশে সর্বমোট করোনা আক্রান্ত হয়েছে ৮০৩ জন এবং মারা গেছে ৩৯ জন।