চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: শিক্ষাপ্রতিষ্ঠানও ৫ মে পর্যন্ত বন্ধ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয়ও ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানায়।

করোনাভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বণ্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয়।

তারপর থেকেই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বন্ধের এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশুনা চালিয়ে যেতে সংসদ টিভিতে অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে ক্লাসের মাধ্যমে সীমিত আকারে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।