চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: লক্ষ্মীপুরের তিনটি উপজেলা আবার লকডাউন

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিতে ১৫ জুন এবং রামগঞ্জে ১৬ জুন ভোর ৬টা থেকে আবার লকডাউন ঘোষণা করা হয়েছে। এই তিনটি উপজেলায় আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

গত কয়েকদিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

উপজেলা নির্বাহী অফিসার ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় পুনরায় লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয় বলে রোববার সকালে জেলা প্রশাসন নিশ্চিত করেছে।

সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান: জেলায় নতুন করে আরো ৩৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৬ জনে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছে ৬জন।

লকডাউনের আওতাধীন আন্তঃউপজেলা, আন্তঃইউনিয়নের সকল ধরনের যানবাহন ও দোকান, হাট-বাজার, শপিংমল বন্ধ থাকবে। ঔষধের দোকান, অ্যাম্বুলেন্স ও ঔষধ পরিবহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।