চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: রাজশাহীতে নতুন জরুরি নির্দেশনা

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী মহানগরের জন্য নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহীতে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত ওষুধের দোকান ব্যতিত সব দোকান বন্ধ থাকবে। তাছাড়া জরুরি প্রয়োজন ছাড়া মহানগরের বাইরের কোনো যানবাহন বা ব্যক্তি মহানগরের ভেতরে প্রবেশ বা বের হতে পারবেন না। মহানগরের কোনো বাসিন্দা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না।

জরুরি সেবা, চিকিৎসা সেবা, ভোগ্য পণ্য, কৃষি পণ্য, রপ্তানি পণ্য ইত্যাদি পরিবহনের কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।