চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১ কোটি ৪ লাখেরও বেশি

শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটির বেশি মানুষ। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ লাখ ২১ হাজারের বেশি।

এরই মধ্যে সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ২ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ। একদিনেই দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৫ হাজার জন আর মৃত্যুবরণ করেছে ৬৪১ জন।

মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা অন্যান্য দেশের মুলনায় কম হলেও, মৃত্যুর সংখ্যা অনেক বেশি।  দেশটিতে আক্রান্ত ৯ লাখের বেশি হলেও এরই মধ্যে সেখানে প্রাণ হারিয়েছে ৯৫ হাজারের বেশি মানুষ।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ ছাড়িয়েছে আর প্রাণ হারিয়েছে ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

ব্রাজিলে একদিনে ১১ হাজার মানুষ আক্রান্তের মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৫ কোটি ১২ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত।  প্রাণ হারিয়েছে প্রায় ১২ লাখ ৬৯ হাজার মানুষ।