চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ছাড়ালো

করোনাভাইরাস মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দুই লাখ ছাড়লো। এছাড়া ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ২৮ লাখ ৬৪  হাজার ৩৭০ জনের শরীরে।

শনিবার এ সংখ্যা নিশ্চিত করেছে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার।

এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন  ৮ লাখ ১৬ হাজার ৪৫০ জন।

এখন পর্যন্ত ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। সেখানে প্রায় ১০ লাখ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫০ হাজার মানুষ।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইটালি। সেখানে আক্রান্ত হয়েছে দুই লক্ষাধিক মানুষ।

আর এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরানে।

এর আগে মৃতের সংখ্যা লাখ ছাড়াতে ১শ’ দিন লাগলেও দ্বিতীয় এক লাখ পার হলো মাত্র ১৫ দিনে। গত ১০ এপ্রিল মৃতের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ অতিক্রম করেছিল। এরপর আজ মাত্র ১৫ দিনের মাথায় এই সংখ্যা দুই লাখ ছাড়ালো।

অন্যদিকে বাংলাদেশে এখনও পর্যন্ত ৪ হাজার ৯৯৮ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আর আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১৪০ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।