চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: কোয়ারেন্টাইন থেকে মুক্ত প্রোটিয়া ক্রিকেটাররা

করোনাভাইরাস ঝুঁকি মাথায় নিয়ে ভারত থেকে দেশে ফিরেছিলেন সাউথ আফ্রিকান ক্রিকেটাররা। স্বেচ্ছায় গিয়েছিলেন কোয়ারেন্টাইনে। ১৪ দিন কাটিয়ে ডি ককরা সুস্থ আছেন বলে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

ভারতের মাটিতে তিনটি ওয়ানডে খেলার কথা থাকলেও একটি বলও মাটিতে না গড়িয়ে বাতিল করা হয়েছিল সিরিজ। ধর্মশালায় প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচের আগেই দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয় প্রোটিয়া ক্রিকেটারদের।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দুই সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে ক্রিকেটাররা সুস্থ আছেন বলে জানিয়েছেন দলের চিকিৎসক শুয়াইব মাঞ্জা। কারও দেহে কোনো উপসর্গ ধরা পড়েনি।

‘কোয়ারেন্টাইনের সময়টাতে আমরা ক্রিকেটারদের শারীরিক অবস্থার দিকে লক্ষ্য রেখেছি। কোনো উপসর্গ ধরা পড়ে কিনা সেদিকে নজর রাখা হয়েছে। ধন্যবাদ, তাদের দেহে কোনো উপসর্গ ধরা পড়েনি। তারা সুস্থ আছে।’

কোয়ারেন্টাইন থেকে মুক্ত হলেও লকডাউন থেকে মুক্তি পাচ্ছেন না ডি ককরা। করোনাভাইরাসের কারণে সাউথ আফ্রিকায় সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।