চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনাভাইরাস: একদিনেই আক্রান্ত ৬ লাখের বেশি

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রতিদিনই অনেক বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ লাখের বেশি মানুষ।

৬ লাখ ৪ হাজার ৬৮৯ জন নতুন করে আক্রান্তের মধ্য দিয়ে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে।

একদিনে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৮ হাজার ৭১৭ জন। এর মধ্য দিয়ে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ৩৯ হাজার ৪১৮ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ১৮ হাজারের বেশি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ছাড়িয়েছে। সেখানে একদিনে মৃত্যুবরণ করেছে ১,১২৫ জন। মোট মৃতের সংখ্যা ২ লাখ ৪০ হাজারের বেশি।

ভারতে একদিনে আক্রান্ত ৪৭ হাজার ৬০০ জনের বেশি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ লাখের বেশি। একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে ৬৭৫ জনের। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার।

একদিনে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। একদিনে সেখানে আক্রান্ত ৫৮ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্ত ১৬ লাখের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে কোটি কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত।