চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: ইটালিকে ছাড়িয়ে ইউরোপের সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে

মহামারী কোভিড-১৯ মৃত্যুতে রেকর্ড করেছে যুক্তরাজ্য। ইটালিকে ছাড়িয়ে ইউরোপে সর্বোচ্চ মৃত্যু এবং বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দেশ এখন যুক্তরাজ্য।

জন হপকিন্সের তথ্য অনুসারে, যুক্তরাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৯,৫০১। আর ইটালিতে মোট মৃত্যু ২৯,৩১৫।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে মারা গেছেন ৬৯৩ জন, আর ইটালিতে ২৩৬ জন। তবে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা এখন কিছুটা হ্রাস পাচ্ছে ইটালি ও যুক্তরাজ্যে।

যুক্তরাজ্যের কোভিড-১৯ যুদ্ধ মোকাবেলায় স্বাস্থ্যব্যবস্থাপনার ওপর সন্তুষ্ট বলে জানিয়েছেন রাণী এলিজাবেথ।

অনেকদিন ধরেই বিশ্বে সর্বোচ্চ করোনা আক্রান্ত ও মৃত্যু উভয়ই যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১২ লাখ ৩৭ হাজার মানুষ আক্রান্ত এবং মারা গেছে ৭২ হাজার ২৭১ জন। গতকালও সেখানে মারা গেছেন ২ হাজার ৩৫০ জন মানুষ। আর আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার।

এরই মাঝে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে করোনা মোকাবেলায় গঠিত টাস্কফোর্স ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, বলছে বিবিসি।

কোভিড-১৯ করোনায় বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩০৫ জন মানুষের। ওয়ার্ল্ডওমিটার এর সর্বশেষ তথ্যে বলা হয়েছে এ কথা। আর সর্বমোট আক্রান্ত হয়েছে ৩৭ লাখ ২৬ হাজার ৭৯৬ জন।