চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাভাইরাস: অসচ্ছল ঢাবি শিক্ষার্থীদের ‘সঙ্কটকালীন বৃত্তি’ দেবে ডিইউডিএস

করোনাভাইরাসের মধ্যে অর্থনৈতিক সঙ্কটে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্কটকালীন বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়তে আসে। যাদের অনেকেই অর্থিকভাবে অস্বচ্ছল। যে কারণে তারা টিউশনসহ খণ্ডকালীন কাজ করে। কিন্তু করোনাভাইরাসের বিস্তারে তা এখন বন্ধ হয়ে গেছে।’

এমন পরিস্থিতিতে এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিইউডিএস। সংগঠনটির পক্ষ থেকে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের কিছুটা আর্থিক সহায়তা হিসেবে ‘সংকটকালীন বৃত্তি’ দেয়া হবে।

এ প্রসঙ্গে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল জানান, ‘ডিইউডিএসের সঙ্গে সংশ্লিষ্টদের অংশগ্রহণে আমরা এরই মধ্যে একটি ফান্ড গঠন করেছি। এ ফান্ড থেকে মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অর্থিক সহায়তা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আর্থিক সহায়তা নেওয়া শিক্ষার্থী আবার সেই টাকা ফেরত দিতে পারবেন।’

‘‘যদি কারো টাকা ফেরত দেয়ার সক্ষমতা না থাকে, তবে তার কাছ থেকে তা সেই টাকা আর ফেরত নেওয়া হবে না।’’

শিক্ষার্থী চাইলে এ প্রক্রিয়াটি সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান ফয়সাল।

এ বিষয়ে যোগাযোগের নম্বর: মো. আব্দুল্লাহ আল ফয়সাল (01623917475), ইমদাদুল হক চঞ্চল (01799724243), রোমান উদ্দিন (01521494629), মো. জাহিদ হোসেন (01521494917), সাগুপ্তা বুশরা মিসমা (01672887080) ও আল আমিন চৌধুরী সুমন (01718814058)।