চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাকালে মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে এমা স্টোনের উদ্যোগ

করোনাভাইরাসের কারণে ঘরবন্দী মানুষের মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে এক ভিডিওতে কথা বলেছেন অস্কারজয়ী হলিউড তারকা এমা স্টোন।

এমা স্টোন ‘উই থ্রাইভ ইনসাইড’ নামের একটি ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছেন। যারা চলমান পরিস্থিতির কারণে মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন, তাদেরকে টেলিফোন এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে সহায়তা করাই এই ক্যাম্পেইনের লক্ষ্য।

ভিডিও বার্তায় এমা স্টোন বলেন, ‘ কোভিড-১৯ মহামারীতে আইসোলেশনে থাকার কারণে অনেকের মনেই দুশ্চিন্তা ও অনিশ্চয়তা জেঁকে বসেছে। এর মাঝে আমেরিকার ১৭ মিলিয়ন শিশু এবং টিনএজারও আছে যাদের প্রতি পাঁচ জনের একজন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। আমাদের টিমে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

জানা গেছে এই ইন্সটিটিউটের পক্ষ থেকে প্রতিদিন অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করা হবে। ভিডিওতে দেখানো হবে মানসিকভাবে সুস্থ থাকার নানা উপায়।

এই ক্যাম্পেইনের সাথে আরও যুক্ত আছেন জোনাহ হিল, মারগট রবি, অ্যান্দ্রু গার্লফিল্ড, অকটাভিয়া স্পেনসার, জো ডাচ এবং সারাহ মাইকেল গেলার।

এই ক্যাম্পেইনের মাধ্যমে করোনা মোকাবেলার জন্য তহবিলও সংগ্রহ করা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস