চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনাকালে ছাদকৃষিতে মনোযোগী উদ্যোক্তারা

করোনাকালে ছাদকৃষিই মনোযোগের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে অনেক উদ্যোক্তার। তারা বলছেন, এক বছরে ফল ফসলের অনেক বৈচিত্র গড়ার সুযোগ হয়েছে।

হাতিরঝিলের পাড়ে বাড্ডার আব্দুল কাদেরের ছয়তলা বাড়ি। দেড় বছর আগে তার ছাদকৃষির যে সৌন্দর্য্য ও ফসলি সমৃদ্ধি ছিল তা বেড়ে গেছে দ্বিগুণ। কাদের বলছেন, এই সময়ে ছাদের এই কৃষিক্ষেত্রই তাদের মনোযোগের প্রধান ক্ষেত্র।

যুক্ত হয়েছেন পরিবারের অন্যান্যরাও। সৌখিনতা আর মানসিক প্রশান্তির বাইরেও ছাদকৃষি উদ্যোগকে বাণিজ্যিক লাভের জায়গায় নিয়ে যেতে চান উদ্যোক্তা।