চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনাকালেও রেকর্ড লাভে ভারতের এনডিটিভি

করোনা মহামারির ভয়াবহতার মাঝেও গণমাধ্যম ব্যবসায় ব্যাপক লাভের দেখা মিলেছে ভারতের ইংরেজি গণমাধ্যম এনডিটিভি লিমিটেডের।

সংস্থাটি বলছে, মহামারির ব্যাপক প্রভাব সত্ত্বেও প্রথম ত্রৈমাসিক ব্যবসায় তথা কিউ-১ এ রেকর্ড মুনাফা করেছে।

টেলিভিশন ব্যবসায় এনডিটিভি লিমিটেড ৪.৪২ কোটি রুপি করের পর এ মুনাফা ঘোষণা করছে। গত নয়টি কোয়ার্টারের মধ্যে সম্প্রচারিত ব্যবসায় আটটিতে লাভ দেখিয়েছে সংস্থাটি।

এই ত্রৈমাসিকে করের পর গ্রুপের মুনাফা ৬.৮৯ কোটি রূপি।

গ্রুপটির আর্থিক সক্ষমতা তৈরি হওয়ার সাথে সাথে গত দুই বছরে এর ব্যাংক সহ বিভিন্ন দেনার দায়ও ৯৫ কোটি হ্রাস পেয়েছে।

অসাধারণ এই অর্জনের জন্য সংস্থাটি তার সকল কর্মীর আনুগত্য ও প্রতিশ্রুতিশীল কাজের কথা স্বীকার করে ধন্যবাদ জানিয়েছে।

একই সাথে পরিচালনা এবং অন্যান্য সিনিয়র কর্মচারী যারা হ্রাসকৃত বেতন নিয়েও কাজ চালিয়ে গিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংস্থাটি।