চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা: পুলিশ হেডকোয়ার্টার্সের বিশেষ নির্দেশনা

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জনগণকে সচেতন করতে পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মরত সদস্যদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

করোনা যেহেতু খুবই সংক্রামক, তাই যেকোনো ধরনের জনসমাগম বা আয়োজন এড়াতে পুলিশের পক্ষ থেকে জনগণকে সচেতন করা হচ্ছে জানিয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বলেন: বি‌দেশ থে‌কে আগত ব্যক্তি‌দের‌কে সরকা‌রী নি‌র্দেশনা অনুযায়ী কোয়া‌রেন্টাইনে থাক‌তে অনু‌রোধ করা হ‌চ্ছে।

তিনি বলেন: করোনা ভাইরাসের বিষয়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মরত পুলিশ সদস্য, তাদের পরিবারের সদস্য ও সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। সেই মোতাবেক প্রতিটি ইউনিট ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এটি চলমান থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন: নি‌র্দেশনা অমান্য করে ক‌রোনা বিস্তা‌রের ঝুঁ‌কি সৃ‌ষ্টির কারণে ইতিম‌ধ্যেই আইনী ব্যবস্থা নেয়া শুরু হ‌য়ে‌ছে।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)।

বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিভাগটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এখন পর্যন্ত সর্বমোট ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত চারজনের একজন নারী ও তিনজন পুরুষ।

তিনি বলেন: ‘যিনি মারা গেছেন, তার বয়স ৭০ বছরের ওপরে। তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। ওই ব্যক্তি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসে সমস্যা এবং হার্টের অসুখ ছিল। হার্ট সমস্যার কারণে সম্প্রতি তার রিং পরানো হয়।’

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। তখন তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর।