চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কবে কার্যকর ফাঁসি

কবে কার্যকর হতে পারে মুজাহিদের ফাঁসির আদেশ? আগের দু’ মামলা পর্যালোচনা করে আইনজীবীরা বলেছেন, সর্বনিম্ন দু’ মাস থেকে সর্বোচ্চ সাড়ে পাঁচ মাস সময় লাগতে পারে। সে হিসাবে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে বদর প্রধান আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে বলে তারা মনে করছেন।

কাদের মোল্লার মামলার কথা উল্লেখ করে তারা জানিয়েছেন, আপিল বিভাগের রায়ের ৪৮ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। তখন রিভিউ পিটিশনের সুযোগ না থাকায় পূর্ণাঙ্গ রায়ের ৭ দিনের মধ্যে কার্যকর হয় তার ফাঁসি।

অর্থাৎ, আপিল বিভাগের রায় থেকে ফাঁসি কার্যকর হওয়া পর্যরন্ত সময় লেগেছে ৫৫ দিন।

অন্যদিকে, কামারুজ্জামানের মামলায় আপিল বিভাগের মূল আদেশের ১০৭ দিনের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। রিভিউ পিটিশনসহ অন্যান্য প্রক্রিয়া শেষে পূর্ণাঙ্গ রায়ের ৫৩ দিনের মাথায় কার্যকর হয় ফাঁসি।

অর্থাৎ, আপিল বিভাগের রায় থেকে ফাঁসি কার্যকর হওয়া পর্যন্ত সময় লেগেছে ১৬০ দিন।

তবে এ তিন মামলার মধ্যে আপিল বিভাগে শুনানি শুরুর সময় থেকে সবচেয়ে কম সময়ের মধ্যে মুজাহিদের মামলায় রায় প্রকাশ হয়েছে। আর বিচারপতিদের মধ্যে কোনো দ্বিমতও নেই। সেক্ষেত্রে ফাঁসি কার্যকর হতে কামারুজ্জামানের সময়ের চেয়ে কম সময় লাগতে পারে বলেও আইনজীবীরা মনে করছেন।