চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কফি শপের সূচনা সারথী সাকিব-ফাহমিদা

ব্যস্ততার তিলোত্তমা ঢাকাতে জাপানিজ খাবারের ধারণা নিয়ে যাত্রা শুরু করেছে নতুন কফি শপ। নাম ক্রেম দে লা ক্রেম। বাংলা অর্থ সেরার সেরা। গুলশান ওয়েস্টিনের পাশেই নান্দনিক অন্দরসজ্জা আর আলো আলো-আঁধারির মোহময় পরিবেশে সাজানো কফিশপটিতে থাকছে জাপান থেকে আমদানীকৃত কফিবীজ থেকে তৈরী কফি। থাকছে জাপানিজ শেফ টিমের তত্বাবধানে তৈরী ২৬টি বিখ্যাত ও প্রচলিত জাপানিজ ম্যান্যুর স্বাদ গ্রহণের সুযোগ।

‘আজকের খাবার আগামী দিনের স্বাস্থ্য’ প্রতিপাদ্যে যাত্রা শুরু করা কফিশপটির সূচনা সারথী হয়েছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।

কফিশপটি সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে।

ছবি: সাকিব উল ইসলাম