চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম নিয়ে গবেষণার তাগিদ

বাংলা সাহিত্য যতদিন থাকবে, কথাসাহিত্যিক রাবেয়া খাতুন তার সৃষ্টির মাধ্যমে ততদিন বেঁচে থাকবেন বলে মনে করেন সাহিত্য-সংস্কৃতি অঙ্গণের বিশিষ্টজনরা।

বাংলা সাহিত্যে অপরিহার্য ভূমিকা রাখা এই ব্যক্তিত্বের সাহিত্যকর্ম নিয়ে গবেষণাসহ বিস্তৃত পরিসরে কাজ করার তাগিদ দিয়েছেন তারা।

শুক্রবার চ্যানেল আইতে আনন্দ আলোর আয়োজনে কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের স্মরণসভায় নানা অঙ্গনের বিশিষ্টজনরা এ মতামত জানান।

রাবেয়া খাতুনের সৃষ্টির প্রতি সপ্রশংস কুর্নিশ জানান তারা। বাংলা সাহিত্যের যোগ্যতমদের তালিকায় তিনি যে উজ্জ্বল অবস্থান নিয়েছেন, তাকে নিয়ে জাতীয়ভাবে বিস্তৃত পরিসরে কাজ করার উদ্যোগ নিতে বলেন কবি-সাহিত্যিকরা।

বহুমাত্রিক সৃজনশীল লেখক রাবেয়া খাতুনকে অন্যান্য মাধ্যমেও তুলে ধরার প্রস্তাব আসে স্মরণসভায়।রাবেয়া খাতুনের ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন যারা, তারা শোনান এক মানবিক মানুষের মাথার উপর ছায়া হয়ে থাকার কথা।

সময়ের অগ্রগণ্য সাহিত্যিক রাবেয়া খাতুন নানা অঙ্গণে যে গভীর ছাপ রেখে গেছেন, তা অনুপ্রেরণা জুগিয়ে যাবে আগামী প্রজন্মের মাঝে।

ভিডিও রিপোর্ট দেখুন: