চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কঠোর নিরাপত্তায় বড়দিন ও থার্টিফার্স্ট নাইট

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইটে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে ।

আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বড়দিন উপলক্ষে ঢাকা শহরের ৬০টিসহ সারাদেশের চার্চগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উৎসবমুখর পরিবেশে যাতে সবাই বড় দিনের উৎসব পালন করতে পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে। বড় দিনের জন্য সারাদেশে থাকবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

থার্টিফার্স্ট নাইটেও যাতে উৎসবের কারণে জনসাধারণ বিড়ম্বনায় না পড়েন সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকছে।

তিনি বলেন, কূটনৈতিকপাড়া গুলশান-বনানীসহ অভিজাত এলাকাগুলোতে রাত ৮টার পরে বহিরাগতরা ঢুকতে না পারে সে ব্যবস্থাও থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টিফার্স্ট নাইটে এবার গতবারের চেয়েও বেশি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যারা থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে আসবেন তাদের জন্য বিশেষ কিছু নির্দেশনা থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করবেন।

বৈঠকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হকসহ খৃস্টান সম্প্রদায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।