চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কঠিন সমীকরণে ঢাকার বিরুদ্ধে মাঠে নামবে মাশরাফির কুমিল্লা

ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় পারফরম্যান্স ভালো করাই লক্ষ্য ঢাকা ডায়নামাইটসের। মাত্র এক ম্যাচ জেতা কুমিল্লা ভিক্টোরিয়ান্স জানিয়েছে, ক্রিকেটে যে কোন সময় উত্থান-পতন হতেই পারে। ‘একেএস বিপিএল সিজন ফোর’এ শনিবার মুখোমুখি হচ্ছে দু’দল। দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের প্রতিপক্ষ খুলনা টাইটান্স।

ঢাকা এবং চট্টগ্রাম পর্ব শেষে এরকমই এক পরিসংখ্যান নিয়ে ঢাকা ডায়নাইটসের মুখোমুখি হচ্ছে নিজেদের প্রথম বিপিএলেই শিরোপা জিতে নেয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৮ নভেম্বর ‘চার-ছক্কার’ এই টুর্নামেন্ট শুরুর পর টানা পাঁচ ম্যাচে হার দেখেছে মাশরাফি’র নেতৃত্বাধীন ভিক্টোরিয়ানরা।

নিজেদের ষষ্ঠ ম্যাচে রাজশাহীকে ৩২ রানে হারিয়ে আসরে প্রথম জয় পায় টিম ভিক্টোরিয়ান্স। তবে ঘুরে দাঁড়ানো হয়নি, পরের ম্যাচে চিটাগংয়ের কাছে আবারও হার।

বিপিএল মাঠে গড়ানোর আগেই আলোচনার ময়দানে আসে ব্যালেন্সড টিম ঢাকা ডায়নামাইটস। উত্থান-পতনে এগিয়ে যাচ্ছে সাকিবের দল। বরিশাল-রংপুর-কুমিল্লা এবং চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয় আছে ঢাকা’র ঝুলিতে।

তবে শেষ দু’ম্যাচে রাজশাহী কিংস এবং খুলনা টাইটান্সের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে ঢাকা ডায়নামাইটস। শিরোপা জিততে এখন আর ব্যক্তিগত নয়, দলীয় পারফরম্যান্সে দৃষ্টি প্লেয়ারদের।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটসের ম্যাচ শুরু বেলা ১’টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ৬’টায় খুলনা টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস।