চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সমুদ্রের টানে কক্সবাজারে এখনও পর্যটকদের ঢল

ঈদুল আযহার ৫ দিনের টানা ছুটি শেষ হলেও এখনও হাজারো পর্যটকের কোলাহলে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। ইট পাথরের শহর ছেড়ে প্রকৃতির ছোঁয়া পেতে ঈদের ছুটিতে সৈকতে ছুটে যান ভ্রমণপ্রিয় মানুষ। সেই উপলক্ষে পর্যটকদের জন্য নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 

ছুটির আনন্দ বাড়িয়ে তুলতে ঈদের পর দিন থেকেই কক্সবাজারে ঢল নামে হাজারো পর্যটকের। রোববার ঈদের ছুটি শেষ হলেও অনেক পর্যটক এখনো রয়ে গেছেন সাগরের টানে। পর্যটকদের মিলন মেলায় পরিণত হয়েছে সৈকতের বালুতট। সারা বছরের নাগরিক ক্লান্তি ভুলে প্রকৃতির ছোঁয়া পেতে কক্সবাজার ছুটে যান পর্যটকরা।

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটক সংখ্যা আরো বাড়াতে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করার কথা বলছেন পর্যটন শিল্পের সাথে জড়িতরা। পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এছাড়াও পর্যটন জোনে ছিনতাই, ইভটিজিং, হয়রানি ও অতিরিক্ত ভাড়া রোধে কাজ করছে ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: