চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কক্সবাজার থেকে মালয়েশিয়াগামী নারী-শিশুসহ ৬২ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের পেকুয়ার উজানটিয়া জেটিঘাট থেকে মালয়েশিয়াগামী নারী-শিশুসহ ৬২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। দালালচক্রের একটি দল আটক রোহিঙ্গাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে জড়ো করেছিল।

এর মধ্যে ২১ জন পুরুষ, ২৮ জন নারী ও ১৩ জন শিশু। শুক্রবার রাত দেড়টার দিকে পেকুয়া থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভুইয়া জানান: দালালের সহায়তায় কয়েকজন রোহিঙ্গা ট্রলার যোগে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬২ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দালালরা বোট নিয়ে সাগরের দিকে পালিয়ে যায়। আটক রোহিঙ্গারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার জন্য এসেছে। আটক রোহিঙ্গাদের পেকুয়া থানায় রাখা হয়েছে।