চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে ঘুড়ি উৎসব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কক্সবাজারে শুরু হচ্ছে ঘুড়ি উৎসব। আগামী ২৮ ও ২৯ অক্টোবর দুইদিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনু এ উৎসবের ঘোষণা দেন।

‘বঙ্গবন্ধু ১০০ বর্ষ জন্মোৎসব-জাতীয় ঘুড়ি উৎসব’ শিরোনামে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এ উৎসব আয়োজন করতে যাচ্ছে।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। উৎসবে আরো উপস্থিত থাকবেন দেশের গণ্যমান্য আরও অনেকে।

ঘুড়ি উৎসবে আমাদের দেশের প্রচলিত জনপ্রিয় বাংলা ঘুড়ির পাশাপাশি আধুনিক ঘুড়ি, বেসাতি, ড্রাগন, ডেল্টা, মাছরাঙ্গা, ঈগল, ডলফিন, অক্টোপাস, সাপ, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পতাকা ইত্যাদি ঘুড়ি উড়ানো হবে।