চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘ও ছিল সবার প্রিয়, যাকে সবাই ভালোবাসতো’

ওর বয়স মাত্র ৮ বছর। নাম শাফিঈ রোজ রুইসেস। আর নামের সার্থকতা রেখে দেখতেও ছিল ঠিক গোলাপের মতোই। যাকে সবাই ভালোবাসতো, যে ছিল সবার প্রিয়। অথচ এতটুকু বয়সেই  নির্মম নৃশংসতার শিকার হয়ে তাকে চলে যেতে হলো না ফেরার দেশে।

যুক্তরাজ্যের ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বোমা হামলায় অন্য ২১ জনের সঙ্গে নিহত হয় শাফিঈ রোজ। স্থানীয় সময় সোমবারের ওই বিস্ফোরণের দায় এরই মধ্যে স্বীকার করে নিয়েছে মধ্যপ্রাচ্যে ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস।

ল্যাঙ্কাশায়ারের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়া শাফিঈ রোজ-এর এমন মৃত্যুতে শুধু যুক্তরাজ্যেই নয়; শোক নেমে এসেছে পৃথিবী জুড়ে। তার শিক্ষক ক্রিস আপটন গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘সে ছিল সবদিক দিয়ে সুন্দর শিশু। ও ছিল সবার প্রিয়। যাকে সবাই ভালোবাসতো।’

ওই হামলায় আহত হয়েছে আরো ৫৯ জন। নিহত ২২ জনের মধ্যে রয়েছে ১২ জন শিশু। যাদের বেশিরভাগের বয়স ১৬ বছরের নিচে। তাদের একজন জর্জিয়া ক্যালান্ডার। ১৮ বছরের এ কলেজ শিক্ষার্থী লেল্যান্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তো বলে জানায় বিবিসি।