চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার আমার নাটকের শিল্পীরা ব্যতিক্রম: বান্নাহ্

‘শুধু একটা বড় নাটক বানিয়ে সেটা পর্বে ভাগ করে টেলিভিশনে না দিয়ে অনলাইনে দিয়ে দিলেই ওয়েব সিরিজ হয় না’

নাটক নির্মাণ করে মুনশিয়ানা দেখিয়েছেন মাবরুর রশিদ বান্নাহ্। পেয়েছেন জনপ্রিয়তা। নির্মাণের বাইরে তিনি নতুন নতুন শিল্পীও তৈরি করেন। ইয়ুথ জেনারেশনের কাছে বান্নাহর নাটকের গ্রহণযোগ্যতা তুলনামূলক বেশি। তার নির্মিত নাটকের আলাদা দর্শক সৃষ্টি হয়েছে। দর্শকদের কাছে, নির্মাতা হিসেবে মাবরুর রশিদ বান্নাহ্ একটি ব্র্যান্ড! ইউটিউবে উৎসব ছাড়াই বান্নাহ্’র  নির্মিত নাটকগুলো উৎসবের আমেজ এনে দেয়। সেজন্য নতুন প্রজন্মের নির্মাতা হিসেবে বান্নাহ নিজেকে সৌভাগ্যবান মনে করেন। ঈদুল ফিতর উপলক্ষে বেশকিছু নাটক নির্মাণ করেছেন বান্নাহ্। যা নিয়ে কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে:

ঈদের কাজ:
এই ঈদে মোট ২০টি কাজ করেছি। এবার আসলে একটু বেশিই কাজ করা হয়ে গেছে। কষ্ট তো হয়েছে। তবে কিছু কাজ আগেই করা ছিল। আর এর আগে আমি গত কোরবানির ঈদে সর্বোচ্চ ১৬টা নাটক করেছি। সুতরাং আমি জানি, কীভাবে এতো কাজ সামলাতে হয়। তাছাড়া এই এত কাজের ক্রেডিট আমার টিমকে দেব আমি। আমার টিমে সহকারী পরিচালক আছে ১২ জন। তারা অনেক পরিশ্রম করেছে এবং করছে। প্রায় ৩ মাস আগে থেকেই আমার ঈদের কাজ শুরু করতে হয়েছে। আর তিনটি নাটকের শুটিং বাকি আছে। বাকি সবগুলোর কাজ শেষ। ঈদের পরের দিন এবং তার পরের দিনও আমার শুটিং আছে।

অনলাইনেই কি বেশী কাজ?
শুধু অনলাইনের জন্যই না, টেলিভিশনের জন্যও অনেকগুলো কাজ করেছি এবার। মানে দুটো প্রায় সমান।
গল্পে সামঞ্জস্য কিভাবে রেখেছেন? উত্তরে বান্নাহ বলেন, এবারের ব্যতিক্রম অনেক কিছুই হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার আর্টিস্টরা ব্যতিক্রম। আমি আগে যাদেরকে নিয়ে কাজ করেছি, তাদের নিয়ে এবার কাজ করিনি। ক্যারেক্টারগুলো ব্যতিক্রম হওয়াতে আমার গল্পগুলোও ব্যতিক্রম হয়ে গেছে।

কাদের সঙ্গে কাজ করলেন এবার?
আ খ ম হাসানের সঙ্গে আমার ৪টা কাজ, মোশাররফ করিমের সঙ্গে ২টা কাজ, তাহসানের সঙ্গে ২টা কাজ করেছি। এই মানুষগুলোর সঙ্গে তো আমার সেভাবে কাজ করা হয়নি। যেমন আ খ ম হাসানের সঙ্গে আমি এবারই প্রথম কাজ করলাম, মোশাররফ ভাইয়ের সঙ্গেও খুব বেশি কাজ করিনি, আর তাহসান ভাইয়ের সঙ্গে কাজ করলেও এবারের কাজ একেবারেই ব্যতিক্রম। আমি হলফ করে বলতে পারি, তাহসানকে এরকম চরিত্রে আগে কেউ দেখেনি।

এই অভিনেতাদেরকে দিয়ে আমি এবার এমন এমন চরিত্রে কাজ করিয়েছি, যেগুলো সাধারণত তারা প্লে করে না। তাই এই কাজগুলোর ভিন্নতা সহজেই বুঝতে পারবে সবাই।

বিশ্বকাপ বনাম টিভি নাটক
বিশ্বকাপের কারণে নাটকে প্রভাব তো পড়বেই। কারণ বাঙালি ক্রিকেট পাগল। তবে কিছু দর্শক তো আছেন, যারা নাটক নিয়মিত দেখেন। সেই সুবাদে কিছু নাটক অবশ্যই হিট করবে। আসলে পুরো ব্যাপারটা নির্ভর করছে বাংলাদেশ দলের খেলার ওপর। তারা কেমন খেলে, সেটার ওপরই নির্ভর করছে সবার নাটকগুলো কেমন হিট করবে।

ওয়েব সিরিজ নাকি নাটক, কোনটা এগিয়ে?
ওয়েব সিরিজের থিমটাই এখনো এদেশের মানুষ পুরোপুরি বোঝেনি। দেশে আমিই প্রথম ওয়েব সিরিজ বানিয়েছিলাম। সেটা ছিল ‘আমি ক্রিকেটার হতে চাই’। এখন যত ওয়েব সিরিজ হচ্ছে, সেগুলো দেখে মনে হয় তাদের এই কনসেপ্ট আরও ক্লিয়ার হওয়া দরকার এবং অ্যারেঞ্জমেন্টের জায়গা থেকে আরও ভাল করা উচিত। শুধু একটা বড় নাটক বানিয়ে সেটা পর্বে ভাগ করে টেলিভিশনে না দিয়ে অনলাইনে দিয়ে দিলেই ওয়েব সিরিজ হয় না।

ঈদের জন্য বান্নাহ’র নির্মিত নাটকগুলো:
১. আমাদের দিন রাত্রি – বাংলাভিশন ও ক্লাব ইলিভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল
২. আঙুলে আঙুল – বাংলাভিশন ও ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল
৩. লেডি কিলার – বাংলাভিশন ও মোশনরক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল
৪. ভাই, পারলে মাফ করবেন – এনটিভি ও রিং আইডি টিভি ইউটিউব চ্যানেল
৫. লুজারস – আর টি ভি
৬. ব্যাক টু দি পয়েন্ট – এস এ টিভি ও মোশনরক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল
৭. বাদশাহ : দ্যা লাকি ম্যান – ক্লাব ইলিভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল
৮. বাদলা – ক্লাব ইলিভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল
৯. মফিজ : দ্যা টিচার – ওজন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল
১০. ডাক হিরো – আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরী ইউটিউব চ্যানেল
১১. দৌড়ানি জামাল – আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরী ইউটিউব চ্যানেল
১২. ফাঁপরবাজ – ওজন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল
১৩. ভালোবাসা চিনলানা – ক্লাব ইলিভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল
১৪. প্রটেকশন – ক্লাব ইলিভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল
১৫. হিটার হামজা – আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরী ইউটিউব চ্যানেল
১৬. ব্রেকাপ – ধুপছায়া এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল
১৭. ব্যাচেলর (শর্ট ফিল্ম) : আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরী অফিসিয়াল ফেসবুক পেইজ
১৮. শেষ ঠিকানা (শর্ট ফিল্ম) : আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরী অফিসিয়াল ফেসবুক পেইজ
১৯. বাবা (শর্ট ফিল্ম) : আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরী অফিসিয়াল ফেসবুক পেইজ
২০. মা (শর্ট ফিল্ম) : আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরী অফিসিয়াল ফেসবুক পেইজ