চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ শ্যামল-নিশো-রাজ

শিগগির জি-ফাইভের অ্যাপে দেখতে পারবেন তিন তারকার এই ওয়েব ফিল্মটি…

গ্লোবাল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভের উদ্যোগে নির্মিত হয়েছে একটি ওয়েব ফিল্ম। যেখানে অভিনয় করলেন বাংলাদেশের জনপ্রিয় তিন তারকা অভিনেতা।

আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ অভিনীত সেই ওয়েব ফিল্মের নাম ‘মাইনকার চিপায়’। বৃহস্পতিবার ওয়েব ফিল্মটির একটি পোস্টার প্রকাশ করে জি-ফাইভ।

জানা যায়, অক্টোবরের শেষে অথবা নভেম্বরেই ওয়েব ফিল্মটি দেখতে পারবেন দর্শক।

‘মাইনকার চিপায়’ ওয়েব ফিল্ম প্রসঙ্গে শ্যামল মাওলা চ্যানেল আই অনলাইনকে বললেন, কাজের অভিজ্ঞতা খুব ভালো। বেশ শ্রম দিতে হয়েছে। তিনি বলেন, পুরোটাই থ্রিলার গল্প। এখানে মাত্র তিনটি চরিত্র রয়েছে। আমার সহশিল্পী আফরান নিশো ও শরিফুল রাজ। আমি করেছি একজন ড্রাগ ডিলারের চরিত্র। তারা দুজন করেছে ভুয়া পুলিশ ও ড্রাগ অ্যাডিক্টের চরিত্র।

তিনি বলেন, গল্পটা এক রাতের। তিনজনই পরস্পরকে ‘মাইনকার চিপায়’ ফেলে। এ নিয়ে গল্পের বাঁক বদল। পরিচালনা করেছেন আবরার আতহার।

তিনি বললেন, এর আগে হইচই এর জন্য ‘মানি হানি’ নামে একটা ওয়েব সিরিজ করেছি। জি-ফাইভের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজগুলো ইন্টারন্যাশনাল মানেরই হয়ে থাকে। এ কাজটি তেমনই হয়েছে। আশা করছি দর্শক দেখে মজা পাবেন।