চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ওয়ানডের নেতৃত্বে ডি কক, প্লেসিস বিশ্রামে

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সাউথ আফ্রিকার

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে ধুঁকছে সাউথ আফ্রিকা। তাদের দীর্ঘ দুঃসময়ের শুরু ইংলিশদের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপে। সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টের পর সেই আসরের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষেই নেমে পড়তে হবে ওয়ানডেতে। তার আগে সাদা বলের লড়াইয়ে প্রোটিয়াদের নেতৃত্ব ভার বর্তাল কুইন্টন ডি ককের উপর।

নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস বিশ্রাম পেয়েছেন। বিশ্রামে থাকবেন পেসার কাগিসো রাবাদাও। ২৭ বছর বয়সী বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডি ককের দলে ফেরানো হয়েছে লুনগি এনগিদি ও টেম্বা বাভুমাকে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

অভিষেকের অপেক্ষায় থাকা এক ঝাঁক ক্রিকেটারকে স্কোয়াডে ডেকেছে সাউথ আফ্রিকা। পেসার লুথো শিপাম্লা, ডেথ-ওভার বোলিং স্পেশালিস্ট খ্যাত সিসান্দা মাগালা, বাঁহাতি স্পিনার বিজর্ন ফরটুইন, ওপেনিং ব্যাটসম্যান জানেমান মালান, উইকেটরক্ষক-ব্যাটসম্যান কাইল ভের্রেইনেদের অভিষেক হয়ে যেতে পারে আসন্ন সিরিজে।

ঘরোয়া লিগে কেপটাউন ব্লিটজকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে ডি ককের। গত সেপ্টেম্বরে ডু প্লেসিসকে সরিয়ে টি-টুয়েন্টিতে তার নেতৃত্বেই ভারতে খেলে গেছে প্রোটিয়ারা। বহু আগে থেকেই অবশ্য তাকে ভবিষ্যতের অধিনায়ক করে গড়ে তুলেছে দেশটি।

২০১২ সালে ওয়ানডেতে অভিষেকের পর দুর্দান্ত সময় কেটেছে ডি ককের। ১১৫ ম্যাচে পাঁচ হাজার ছুঁইছুঁই রান, সাথে ৪৫.০১ গড়ে ১৪ সেঞ্চুরি ও ২৪ ফিফটি আছে নামের পাশে।

ইংল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকার তিন ওয়ানডের সিরিজ মাঠে গড়াবে ৪ ফেব্রুয়ারি। পরের দুই ম্যাচ ৭ ও ৯ তারিখে। এখন চলছে চার টেস্টের সিরিজ, তিন ম্যাচ পর ২-১এ এগিয়ে সফরকারীরা। শেষে তিন টি-টুয়েন্টির সিরিজ খেলবে দুদল।

সাউথ আফ্রিকা দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), রিজা হেনড্রিক্স, টেম্বা বাভুমা, রেসি ফর ডার ডুসেন, ডেভিড মিলার, জন-জন স্মুটস, আন্দিলে ফেলুকোয়ও, লুথো শিপাম্লা, লুনগি এনগিদি, তাবরেইজ শামসি, সিসান্দা মাগালা, বিজর্ন ফরটুইন, বিউরান হেনড্রিক্স, জানেমান মালান, কাইল ভের্রেইনে।