নোয়াখালী পৌরসভার সোনাপুরে ব্যাটারিচালিত অটোরিক্সার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে নাজমুন নাহার রাহা নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাহা নোয়াখালী পৌরসভার সোনাপুর নুরু মিয়া পাটোয়ারী বাড়ির সিএনজি চালক আবু হাসানের বড় মেয়ে। সে নোয়াখালী সরকারি মহিলা কলেজের বানিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে অটোরিকশাযোগে বাড়ি থেকে রওনা দেন রাহা।পথে রাহার ওড়নাটি বাতাসে অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লাগলে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সুধারাম মডেল থানার ওসি মো: আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।








