চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘ওরা ভারত, আমরা বাংলাদেশ— পার্থক্য এটাই’

বার্মিংহাম থেকে: বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ এবার শক্তিশালী ভারত। এজবাস্টনে ২ জুলাইয়ের এ ম্যাচ ঘিরে ছড়াচ্ছে তীব্র উত্তাপ। মাঠে গিয়ে টাইগারদের সমর্থন দিতে একাট্টা হচ্ছেন প্রবাসী বাঙালিরা। নেয়া হচ্ছে ব্যতিক্রমী নানা উদ্যোগ। আর ক্রিকেটাররা টিম হোটেলে বসে আঁটছেন ভারত-বধের ছক। সৌম্য সরকার যেমন ভাবছেন বুমরাহদের বোলিংয়ের সামনে নিজের ব্যাটিং নিয়ে।

ভারতের ব্যাটিং সবসময়ই সমীহ জাগানিয়া। সৌম্য তাদের বোলিংকেও যথেষ্ট সমীহ করছেন। তাই বলে দল হিসেবে পিছিয়ে রাখছেন না বাংলাদেশকে। ‘জেতা সম্ভব’ এই বিশ্বাস নিয়েই নামতে চান মঙ্গলবারের বাঁচা-মরার ম্যাচে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘ওরা ভারত, আমরা বাংলাদেশ— পার্থক্য এটাই। মাঠে যেয়ে যেদিন ভালো খেলবে, ভালো খেলার উপর সব নির্ভর করছে। এই বড় টুর্নামেন্টে যদি নাম দেখে খেলতে যান, অবশ্যই শুরুতে ব্যাকফুটে থাকবেন। এসব চিন্তা না করে জয়ের লক্ষ্যে একটা ভালো প্ল্যান করে নামতে হবে। ওদের শক্তি–দুর্বলতা বুঝে আমাদের তিন বিভাগেই ভালো করতে হবে। ভালো করতে পারলে অবশ্যই জিততে পারি।’

‘যদি (ভারতকে) আলাদাভাবে দেখি, শুরুতেই পিছিয়ে যাব। সেটা না চিন্তা করে আমরা কীভাবে ক্রিকেট খেলছি এভাবে চিন্তা করে যদি পুরো খেলতে পারি, মনে হয় জেতা সম্ভব এবং আমি জিতব।’

ভারতীয় বোলিংয়ের সামনে ব্যাটিং পরিকল্পনা নিয়ে সৌম্য বললেন, ‘ওদের নাম্বার ওয়ান পেস বোলার আছে। আবার ওদের স্পিনার যারা আছে, তারাও অনেক ভালো। ওভাবে খেলতে হবে, ওদের কীভাবে পিক করতে হবে এটাই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট দিনে কাকে পিক করতে পারলে সহজে খেলতে পারব, আর কাকে সমীহ করতে হবে- এই পরিকল্পনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় হয়, আগ থেকে ভেবে রেখেছি ওই বোলারকে পিক করব, দেখা গেল ম্যাচে সে সবচেয়ে ভালো বোলিং করছে। এটা অ্যাডজাস্ট করাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটাই দেখার বিষয় কাকে পিক করছি, কাকে সমীহ করছি।’

৩০ জুন এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড ম্যাচ থাকায় অনুশীলনের জন্য আইসিসির কাছ থেকে মাঠ পাচ্ছে না বাংলাদেশ। যে কারণে ছুটিতে আছেন ক্রিকেটাররা। ছুটি কাটাতে অনেকেই চলে গেছেন আশপাশের শহরে। হোটেলে থাকা ক্রিকেটারদের একজন সৌম্য। এ বাঁহাতি ওপেনার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন টিম হোটেল হায়াত রিজেনসির সামনে দাঁড়িয়েই।